সিরাজগঞ্জের বহুলী ইউনিয়নের কদমপাল গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হাবিবুর রহমানের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা।
গতকাল বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৫টায় হাবিবুর রহমানের বাড়িতে উপস্থিত হয়ে আর্থিক অনুদান প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত আমীর ও সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের মনোনীত এমপি প্রার্থী মাওলানা শাহিনুর আলম।
এ সময় আরো উপস্থিত ছিলেন ৩নং বহুলী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেক খান, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা রেজাউল ইসলাম, ইসলামী ছাত্রশিবির বহুলী উত্তর শাখার সভাপতি বিএম কামরুল এবং দক্ষিণ শাখার সভাপতি জাহিদুল ইসলাম।
জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং সবসময় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।