সিরাজগঞ্জে দ্যা রেড জুলাই-এর উদ্যোগে “কেমন হবে আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা, শহীদদের স্মরণে ইফতার মাহফিল ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ মার্চ) বিকাল ৪টায় সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, চিকিৎসক, শিক্ষক, বুদ্ধিজীবী, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্যা রেড জুলাই সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মুনতাসির মেহেদী হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মো. আসিক, আমিনুর রহমান আমির, সদস্য সচিব ইমরান হাসান, আশিক তালুকদার, সুমন হোসেন, সংগঠনের মুখপাত্র রাজিতা ভূঁইয়া রাজিতা, সহ-মুখপাত্র শেখ তাজ, মুখ্য সংগঠক আমানুল্লাহ আসিফ রিম, সংগঠক সালমান জোয়ারদার ও মুশফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা আগামীর বাংলাদেশ নিয়ে তাঁদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এবং শহীদদের আত্মত্যাগের স্মৃতিচারণ করেন। দোয়া মাহফিলে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং ইফতার আয়োজনের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠান শেষ হয়।