সিরাজগঞ্জে ২৪ জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলনে শহিদ ১৩ পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর দক্ষিণ পাড়ায় শহিদ সোহানুর রহমান খান রঞ্জুর বাড়িতে যান জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। সেখানে শহিদের স্ত্রী মৌসুমি খাতুন ও শিশু সন্তান রোজার সঙ্গে সাক্ষাৎ করে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা বিনিময় করেন এবং ঈদ সামগ্রী তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি ফারুক আফজাল রাজন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক হেদায়েতুল ইসলাম ফ্রুট ও ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হাসি।
পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন পৌরসভার একাডালা গ্রামে শহিদ আবদুল লতিফের বোন সালেহা ও মাসুমার হাতে এবং কোল গয়লা এলাকায় শহিদ সুমনের পিতা গঞ্জের আলীর হাতে ঈদ সামগ্রী তুলে দেন।
এনডিসি মারুফ আফজাল রাজন জানান, ২৪ জুলাইয়ের শহিদ ১৩ পরিবারের সবাইকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা ও উপহার পৌঁছে দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসনের এ উদ্যোগ শহিদ পরিবারের সদস্যদের প্রতি এক গভীর শ্রদ্ধা ও সহমর্মিতার প্রকাশ, যা সমাজের জন্য এক ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।