সিরাজগঞ্জে পৌরসভার পুরাতন ভাঙ্গাবাড়ি এলাকায় ড্রেনের নির্মাণ চলাকালীন সময় বাড়ির দেওয়াল ধসে এক শ্রমিক (৩৫) নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ২জন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত শ্রমিকদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
শনিবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের পুরাতন ভাঙ্গাবাড়ি গ্রামের শাহেদনগর ব্যাপারীপাড়া মহল্লার শাহজাহান আলীর বাসার দেওয়াল ধসে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
ঘটনাস্থল পরিদর্শন করে সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কমল চন্দ্র আজকের সিরাজগঞ্জ কে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সকাল থেকে পৌরসভার ড্রেন নির্মাণের শ্রমিকরা কাজ করছিলেন। হঠাৎ পাশের একটি বাড়ির দেওয়াল ধসে এই মৃত্যুর ঘটনা ঘটে। শ্রমিকরা অন্য এলাকার হওয়ায় এখনও নাম ঠিকানা পাওয়া যায়নি বলে তিনি জানান।