একাত্তরের মুক্তিযুদ্ধ হোক, স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলন বা বর্তমান স্বৈরাচার শেখ হাসিনার পতনের লড়াই সবক্ষেত্রেই সিরাজগঞ্জের সাধারণ মানুষের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।
শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। চীনের অর্থায়নে প্রস্তাবিত এক হাজার শয্যার চীন-বাংলাদেশ হাসপাতাল সিরাজগঞ্জে নির্মাণের দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সাইদুর রহমান বাচ্চু বলেন, উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে ইকোনমিক জোন নির্মিত হচ্ছে, যেখানে প্রায় ৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে। পাশাপাশি, অত্যাধুনিক বিসিক শিল্প পার্কে আরও ৩ থেকে ৪ লাখ মানুষের কর্মসংস্থান হবে। বর্তমানে সিরাজগঞ্জের জনসংখ্যা প্রায় ৪০ লাখ। এত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে প্রস্তাবিত এই হাসপাতালটি সিরাজগঞ্জেই হওয়া উচিত।
তিনি আরও বলেন, আমরা কোনো আন্দোলনের মাধ্যমে কিছু আদায় করতে চাই না। আমাদের দাবি যৌক্তিক, সেটি স্বতঃস্ফূর্তভাবে মেনে নেওয়াই কাম্য। ডিসি মহোদয়ের কাছে অনুরোধ, আমরা হাসপাতালের জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দ করে দিতে প্রস্তুত। আপনি শুধু বিষয়টি সরকারকে জানিয়ে দিন।
বাচ্চু আরও বলেন, সিরাজগঞ্জের উন্নয়নের জন্য আমরা দল-মত নির্বিশেষে একতাবদ্ধ। এই হাসপাতাল বাস্তবায়ন হলে পুরো জেলার স্বাস্থ্যখাতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও আইনজীবী সমিতির সভাপতি এবং জেলা দায়রা জজ আদালতের পিপি শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার), কামারখন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উত্থান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান এবং সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ইন্নাসহ জেলার ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণ্যমান্য সাংবাদিকবৃন্দ।