সিরাজগঞ্জের পুরাতন জেলখানা ঘাট থেকে আজ বৃহস্পতিবার (১ মে) স্মার্ট ট্যুরিজমের আয়োজনে মাত্র ১০০ টাকার বিনিময়ে নৌকা যোগে যমুনা নদী এবং যমুনা রেল সেতু ঘুরে দেখা এক মনোরম ভ্রমণের আয়োজন করা হয়। বিকালে এই আয়োজনে সিরাজগঞ্জের নানা বয়সী পর্যটকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
স্মার্ট ট্যুরিজমের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজন তাদের ধারাবাহিক কার্যক্রমের অংশ। প্রতি সপ্তাহে কক্সবাজার, সাজেক, সিলেটসহ বিভিন্ন দর্শনীয় স্থানে ট্যুর চলমান থাকে
নৌভ্রমণে অংশগ্রহণকারীরা যমুনা নদীর সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি যমুনা রেল সেতুর নিকট থেকে তার বিশালত্ব প্রত্যক্ষ করেন। সেতুর পাশে নিরাপদ স্থানে দাঁড়িয়ে সবাইকে নিয়ে খেলাধূলা, লটারিসহ নানা ধরণের আয়োজন করা হয়৷
স্মার্ট ট্যুরিজম এর পরিচালক মোঃ আসলাম উদ্দিন জানান, স্বল্পবাজেটে আনন্দদায়ক ভ্রমণ সবার কাছে পৌঁছে দিতে তাদের এ প্রয়াস অব্যাহত থাকবে। অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়।