দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু ও যুগ্ন-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনসহ ৮ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বহিষ্কার হওয়া অন্য নেতারা হলেন- এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুর রহমান মঞ্জু সিকদার, সাবেক সদস্য নজরুল ইসলাম লেবু, আতাউর রহমান আতা, আনিছুর রহমান আনিছ, এনায়েতপুর থানার অন্তর্গত সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক সাইফুল ইসলাম মিঠু ও সাবেক সদস্য সচিব আবুল কালাম সিকদার। বিবৃতিতে রুহুল কবির রিজভী বলেন, তাদের (বহিষ্কৃত) প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।