সিরাজগঞ্জের তাড়াশে বৈদ্যুতিক শট সার্কিটের লাগা আগুনে ৬টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাদের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। শনিবার (২৯ মার্চ) সকালে এই ঘটনাটি ঘটে, তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে লাগা আগুনে ওই গ্রামের এলাহি, সানাউল্লাহ, বাদশা, মানিক, খায়রুল ও নুর জাহান বেগমের ৬টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে থাকা আসবাবপত্র, ধান, চাল ও নগদ টাকাসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়রা জানান, সকাল ১০ টার দিকে এলাহির ঘরের এক কোনায় আগুন জ্বলে ওঠে, মূহুর্তের মধ্যে আগুন পাশের ৬টি ঘরে ছড়িয়ে পড়ে। লোকজন চিৎকার করলে আশে-পাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
পরে সংবাদ পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যেই ওই ঘরে থাকা চাল, নগদ টাকা, আসবাবপত্র, কাপড় চোপড়সহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।এতে তাদের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তারা ধারনা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হয়।
তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো: রেজাউল করিম জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ আনা হয়।