সাংগঠনিক সফর উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর ও জেলা শাখার যৌথ উদ্যোগে সাথী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (৭ এপ্রিল) বিকেল ৩টায় দারুল ইসলাম একাডেমি ময়দানে ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি শামীম রেজা’র সভাপতিত্বে ও সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবির সভাপতি বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে ছাত্রশিবিরের সাথীদের জ্ঞান-বিজ্ঞান প্রযুক্তিতে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে।
সাংগঠনিক দক্ষতা অর্জনের মাধ্যমে ছাত্রসমাজের নিকট ছাত্রশিবিরের সকল শিক্ষামূলক, ছাত্রকল্যাণমূলক ও সমাজসেবামূলক কার্যক্রম তুলে ধরতে হবে।
সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনুকরণীয় হিসেবে নিজেদের গড়ে তুলে ছাত্রসমাজের যোগ্য প্রতিনিধিত্ব করার আহবান জানান তিনি।
আগামীর সকল চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের ভারসাম্যপূর্ণ জীবন গড়ে তুলতে একাডেমিক দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
ফিলিস্তিনে গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন অবিলম্বে গণহত্যা বন্ধে জাতিসংঘ, বিভিন্ন মানবাধিকার সংস্থা, প্রভাবশালী রাষ্ট্রপ্রধানদের উদ্যোগী ভূমিকা রাখতে হবে, পাশাপাশি ইসলামী ছাত্রশিবির বাংলাদেশের সকল ছাত্রজনতাকে সাথে নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে রাজপথে ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে দূর্বার গণআন্দোলন গড়ে তুলবে বলে প্রত্যয়ব্যক্ত করেন।
সাথী সমাবেশ শেষে ছাত্রশিবির সভাপতি মাহে রমাদান উপলক্ষ্যে সিরাজগঞ্জ শহর ও জেলা শাখা আয়োজিত সদস্য ও সাথীদের আমপারা এবং আয়াত-হাদিস মুখস্থকরণ প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন।
এতে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাওলানা শাহীনুর আলম, সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. উসামাহ রাইয়ান, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ ও সমাজসেবা সম্পাদক ডা. রেজওয়ানুল হক, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ফখরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক শাহাদাত হোসাইন, সিরাজগঞ্জ শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ, সিরাজগঞ্জ শহর ছাত্রশিবিরের সেক্রেটারি হাবিবুল্লাহ সরকার, সিরাজগঞ্জ জেলা সেক্রেটারি আব্দুল আজিজ প্রমুখ।