সিরাজগঞ্জ চৌহালী উপজেলার এনায়েতপুর থানার ২ নং স্থল ইউনিয়ন এর লাঙ্গল মুড়া গ্রামের ঐতিহ্যবাহী পরিবার দ্বারা গঠিত তোহফা এগ্রো কেয়ার এর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ অসহায় কিছু সংখ্যক পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
বুধবার (২০ মার্চ ) দুপুরে তোহফা এগ্রো কেয়ার এর ম্যানেজিং ডাইরেক্টর শাহজাহান আলী মোল্লা এর পরিচালনায় এ ঈদ উপহার বিতরণ করা হয়।
তিনি বলেন,শুধু ঈদ উপলক্ষে না তোহফা এগ্রো কেয়ার এর মাধ্যমে চরাঞ্চলের দুঃস্থ অসহায় মানুষের যে কোন বিপদে আমরা সাহায্য সহযোগিতা করে যেতে চাই।
এসময় তোহফা এগ্রো কেয়ার এর ম্যানেজিং ডাইরেক্টর ছেলে মাহিম ফারহান ঐক্য ও মেয়ে ঐশ্বর্য শারিকা মন,তোহফা এগ্ৰো কেয়ার এর প্রতিনিধি কায়েস মোল্লা, ছাত্তার মোল্লা,ফটিক মোল্লা বর্তমান লাঙ্গল মুড়া মেম্বার শাহাদত হোসেন ও সুজন মোল্লা সহ অনেকেই উপস্থিত ছিলেন।