সিরাজগঞ্জ জেলার জামায়াতে ইসলামী সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ আসনের মনোনীত এমপি প্রার্থী জননেতা অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম ঈদ উপলক্ষে গনঅভ্যুত্থানের শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও অর্থ সহায়তা প্রদান করেছেন।
বৃহস্পতিবার (৫ জুন) সিরাজগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে শহীদ সুমন, শহীদ আব্দুল লতিফ ও শহীদ রঞ্জুর পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এসময় তিনি শহীদ পরিবারের প্রতি জামায়াতে ইসলামীর অবিচল ভালোবাসা ও দায়িত্ববোধের কথা তুলে ধরে বলেন, এই পরিবারগুলো দেশের গণতন্ত্র ও অধিকার আদায়ের সংগ্রামে নিজেদের সর্বোচ্চ ত্যাগ দিয়েছে। তাদের পাশে থাকা আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।
ঈদ আনন্দ ভাগাভাগির অংশ হিসেবে তিনি শহীদ পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। এই সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি এস এম শামীম রেজা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী শহর শাখার সহকারী সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা মোঃ হাফিজুল ইসলাম।
অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শহীদ পরিবারের সদস্যরা জামায়াতে ইসলামীর এই উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন।