সিরাজগঞ্জ সদরে মানবদেহের জন্য ক্ষতিকর রং ও কেমিক্যাল মিশিয়ে আইসক্রিম তৈরির অপরাধে রেইনবো আইস ললি নামের এক কারখানাকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ জুন) বিকেলে উপজেলার খোকশাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন সিরাজগঞ্জ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।
তিনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি ও বাজারজাত করা হচ্ছে খবর পেয়ে ওই কারখানায় অভিযান চালানো হয়। এসময় প্রায় ৫০ বস্তা অস্বাস্থ্যকর আইস ললি ও তিন হাজার প্যাকেজ ভেজাল শিশু খাদ্য ধ্বংস করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সেনাবাহিনী ও থানার পুলিশের সদস্যরা।