সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (৩০ মে ) ইউনিয়নে ফকিরতলা এলাকায়
সদর থানা কৃষক দলের সাবেক সভাপতি মৃত আব্দুল মজিদ মেম্বারের জৌষ্ঠ পুত্র ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম রাসেলের তত্ত্বাবধানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে ফকিরতলা বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান (মৃদুল), সদস্য মেহেদী হাসান লিমন, ইউনিয়ন বিএনপি নেতা বেল্লাল হোসেন,৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হাই, বিএনপি নেতা মজনু শেখ, লেবু মোল্লা, ৬নং ওয়ার্ড বিএনপি নেতা ফরিদুল ইসলাম মন্ডল প্রমুখ।