শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপি দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে।
আজ শুক্রবার (৩০ মে) সকাল ১১টায় ইবি রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে এক শোক র্যালির আয়োজন করা হয়। জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে আয়োজিত এই র্যালিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বৃষ্টিকে উপেক্ষা করে নেতাকর্মীরা ভিজে শোক র্যালিতে অংশগ্রহণ করে শহিদ রাষ্ট্রপতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পবিত্র কুরআন খতম এবং স্থানীয় জুম্মা মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যেখানে শহিদ রাষ্ট্রপতির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ এই দিনে জাতির এক অকুতোভয় সন্তান, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।