সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদী দ্বারা বিচ্ছিন্ন ছয়টি ইউনিয়ন নিয়ে ‘যমুনা’ নামে পৃথক উপজেলা গঠনের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার (১৮ মে ২০২৫) সকালে সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে ‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’-এর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
সভাপতিত্ব করেন সাংবাদিক আতিকুল ইসলাম শাকিল। মানববন্ধনে পেশাজীবী, রাজনৈতিক নেতা, শিক্ষক ও সাংবাদিকরা অংশ নেন।
বক্তারা বলেন, কাজিপুর উপজেলার নাটুয়াপাড়া, তেকানী, খাসরাজবাড়ী, নিশ্চিন্তপুর, চরগিরিশ ও মনসুরনগর ইউনিয়নের প্রায় ২ লাখ মানুষ যমুনা নদীর পূর্ব পাড়ে বসবাস করেন। যোগাযোগ ব্যবস্থা দুর্বল ও প্রশাসনিক সেবা থেকে বঞ্চিত এ জনপদের উন্নয়নের জন্য পৃথক উপজেলা গঠন জরুরি।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়।