সিরাজগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মিরপুর দক্ষিণ এলাকায় একটি পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ নিধন করার অভিযোগ উঠেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতির শিকার হয়েছেন স্থানীয় বিএনপি নেতা মোঃ ফরিদ শেখসহ আরও ২০ জন অংশীদার।
ভুক্তভোগী সিরাজগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ড বিএনপির সহ সাধারণ সম্পাদক বলেন, আমরা মিরপুর রেলেরকুঠি এলাকায় দীর্ঘদিন ধরে যৌথভাবে মাছ চাষ করে আসছিলাম। হুট করে একদিন ভোর বেলা এসে দেখি সব মাছ মরে উপরে ভেসেঁ আছে। এবিষয়ে তিনি সিরাজগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ মে রাতে ওই বিএনপি নেতা নিজেই পুকুর পাহারা দেন এবং রাত ২টার দিকে সব কিছু ঠিকঠাক দেখে বাসায় ফিরে যান। তবে পরদিন ১৫ মে সকাল ৫টার দিকে পুকুরে গিয়ে দেখতে পান, সমস্ত মাছ মরে পানিতে ভেসে উঠেছে।
বিএনপি নেতা ফরিদ শেখ বলেন , রাত ২টা থেকে ৫টার মধ্যে দুর্বৃত্তরা পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট ছুঁড়ে মেরে সব মাছ ধ্বংস করেছে। ঘটনাটি পূর্ব শত্রুতা ও হিংসা থেকে করা হয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোখলেছুর রহমান শনিবার (১৭ মে) বিকালে বলেন, অভিযোগটি পেয়েছি এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।