জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জে প্রস্তুতিমূলক প্রচার কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) বিকেল ৪টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ও প্রচার কমিটির আহ্বায়ক কানিজ ফাতিমা।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রচার কমিটির সদস্য ও জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সাদ্দাম হোসেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাসেল মাহমুদ, সিনিয়র সহকারী জজ মো. সুমন ভুঁইয়া, জেলা তথ্য অফিসার (উপপরিচালক) মোহাম্মদ আলী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম সেলিম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ইন্না, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেলসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় জেলা লিগ্যাল এইড অফিসার সাদ্দাম হোসেন জানান, দিবসটি উপলক্ষে ২৮ এপ্রিল সকাল ৮টা ৩০ মিনিটে সিরাজগঞ্জ জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হবে। এছাড়াও দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে—স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, রক্তের গ্রুপ নির্ণয়, ওজন মাপা, বিনামূল্যে আইনগত পরামর্শ প্রদান, আইন সহায়তা সংক্রান্ত ফরম বিতরণ এবং অফিসার্স ক্লাবে আলোচনা সভা।