সিরাজগঞ্জের তাড়াশে সুবিধাবঞ্চিত ও পথ শিশুদের নিয়ে তরমুজ উৎসব অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার বিকেল ৪ টার দিকে শতাধিক সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে উপজেলার বস্তুল টেকনিক্যাল কলেজ মাঠে মেজর ডাঃ মোঃ আয়নুল হক রানার সহযোগিতায় ও সেচ্ছাসেবী সংগঠন ভিলেজ ভিশনের আয়োজনে অনুষ্ঠিত হয়।
এতে ভিলেজ ভিশনের পরিচালক শরিফ খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশের কৃতিসন্তান ও বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ডাঃ মোঃ আয়নুল হক রানা। অনুষ্ঠানে অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বস্তুল টেকনিক্যাল কলেজের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আসাদুজ্জামান আসাদ,কলেজটির অধ্যক্ষ শাহিনুর রহমান শাহিন, আনন্দ টেলিভিশনের চলনবিল প্রতিনিধি মোঃ সোহেল রানা সোহাগ,আরংগাইল দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আব্দুল ওয়াহাব সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।