সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সিরাজগঞ্জ জেলা ছাত্রদল এবং সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বর্তমান ও সাবেক ছাত্র নেতৃবৃন্দের মিলনমেলা ঘটে।
আজ রবিবার (৬ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ জুনায়েদ হোসেন সবুজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং কলেজের সাবেক জিএস সাইদুর রহমান বাচ্চু।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, মির্জা মোস্তফা জামান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোরশেদ কনকচাঁপা, গীতিকার ও শিল্পী ইথুন বাবু এবং সংগীতশিল্পী মৌসুমী।