সিরাজগঞ্জ সরকারি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে প্রোডাক্টিভ রমাদান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যা ৫টায় কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের সম্মানে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি ফয়সাল আহমেদ এবং সঞ্চালনায় ছিলেন কলেজ সেক্রেটারি মেহেদী হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মো. ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমিনুল ইসলাম, ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি মো. শামীম রেজা, সেক্রেটারি মো. হাবিবুল্লাহ সরকারসহ কলেজের শিক্ষকবৃন্দ, ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং অন্যান্য ছাত্রসংগঠনের প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রমাদান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এই মাসেই পবিত্র কুরআন নাজিল হয়েছে। আমাদের উচিত ইসলামের সুমহান আদর্শ ও মূল্যবোধ চর্চা করা এবং বেশি করে কুরআন, হাদীস ও ইসলামী সাহিত্য অধ্যয়ন করা।
অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া পরিচালিত হয় এবং উপস্থিত সবাই একসঙ্গে ইফতার করেন।