সিরাজগঞ্জে অভিযান চালিয়ে গাঁজা সহ দুই মাদক কারবারিকে আটক করেছেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ১২ এর সদস্যরা।
শনিবার( ১৫ মার্চ) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ১২ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অভিনব কায়দায় লাগেজের ভিতর মাদকদ্রব্য পরিবহনকালে ২৭ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে ।
র্যাব-১২, সদর কোম্পানির একটি আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন কড্ডার মোড়ে আলীম এর ভ্রাম্যমান দোকানের সামনে রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৭ কেজি গাঁজা মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন এবং নগদ ১৭৮০/-টাকা জব্দসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ সদস্যরা।
গ্রেফতারকৃত আসামিরা । মোঃ বিল্লাল মিয়া (২৯), পিতা- মোঃ বাদশা মিয়া, সাং- উক্তর বহুলাচরা, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার, ২। মোঃ আজহারুল ইসলাম @ নয়ন (২২), পিতা- মোঃ আব্দুল আলীম, সাং- বরুড়া, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।