আজ সকাল ৮ টা থেকে শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন। এ উপলক্ষে রোববার (৭ জানুয়ারী) ভোর সকালে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সিরাজগঞ্জের তাড়াশের ৫৮ টি ভোট কেন্দ্রে পৌছানো হলো ব্যালট পেপার। তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান জানান, সকল কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট,পুলিশ বিজিবি সহ প্রশাসনিক কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আমরা কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠিয়েছি। আর গতকাল শনিবার ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
আজ সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। কেন্দ্রগুলোর নিরাপত্তায় সেনাবাহিনী ও বিজিবির প্লাটুনের পাশাপাশি র্যাব, পুলিশ, আনসান- ভিডিপি সদস্য মোবায়েন করা হয়েছে।
উল্লেখ, তাড়াশ উপজেলা ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৫৬ হাজার ৫শত ৩৪ জন্য। এদের মধ্যে পুরুষ ভোটার ৭৭হাজার ৯শত ৯৮জন, নারী ভোটার ৭৮ হাজার ৫৩৩জন ও হিজরা ভোটার ৩ জন। ভোট কক্ষের সংখ্যা মোট ৩৫৫ টি।