সিরাজগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে অর্থের বিনিময়ে দালাল চক্রের যোগ সাজেশে নামজারি খারিজ করছে।
গত (৪ জুলাই) বিভিন্ন প্রত্রিকায় সিরাজগঞ্জে ভূমি অফিসে ‘দালালদের দৌরাত্ম অতিরিক্ত অর্থের বিনিময়ে মিলছে খারিজ’। শিরোনামে একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশিত হলে জেলাজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। এ ঘটনায় জেলা প্রশাসকের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত ৭ জুলাই সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো, এর মনোয়ার হোসেনকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়।
গত বুধবার (৯ জুলাই) তদন্ত কমিটির বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো, মনোয়ার হোসেন বলেন, ইতোমধ্যেই (তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।
আগামী রোববার (১৪ জুলাই) সদর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে শুনানী/তদন্ত কার্যক্রম অনুষ্ঠিত হবে।
তদন্ত কার্যক্রম যথাসময়ে উপস্থিত থাকার জন্য ইতোমধ্যেই সদর উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. শামীম রেজা, সার্টিফিকেট পেশকার মো. জাহিদ হাসান, শিয়ালকোল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. হাছান আলী ও সিরাজগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের সাবেক সার্ভেয়ার (বর্তমানে তাড়াশ ভূমি অফিস) মো. আব্দুল মোমিনসহ ৭জনের নামে চিঠি ইস্যু করা হয়েছে।
ঝর্ণা আক্তার/ আজকের সিরাজগঞ্জ